নরসিংদীতে বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নরসিংদীতে বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে বিক্ষোভ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০১৯

নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চলে অবৈধ বালু ব্যবসায়ীদের হাত থেকে বসত ভিটা ও কৃষি জমি রক্ষা করতে বিক্ষোভ করেছেন গ্রামবাসীরা। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানানো হয়।

এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দিকে এলাকাবাসীর ব্যানারে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল জিৎরামপুর বাজারে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল জিৎরামপুর, শ্রীনগর, অনন্তরামপুর ও নজরপুর সহ ৪টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। নদীঘেরা এই মানুষের প্রধান জীবিকা কৃষি কাজ ও মাছ ধরা। সম্প্রতি জেলা ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী একটি মহলের নেতৃত্বে জিৎরামপুর গ্রাম ঘেষা মেঘনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেছে। বালু উত্তোলনের ফলে গ্রামবাসীর বসত ভিটা, কৃষি জমি ও বাজার নদী গর্ভে বিলীন হওয়ার আশংঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে গত কয়েকবারের বর্ষায় স্থানীয় বাজার, বসত ভিটাসহ গ্রামের বিভিন্ন অংশ নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

বক্তারা আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে নিষেধ করা হলেও বালু ব্যবসায়ীরা তা মানছে না। বাধা দিতে গেলেই গ্রামবাসীর উপর হামলা মামলা ও হুমকি ধমকি দিচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তোরনের জন্য স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আশি বছরের বৃদ্ধ আব্দুল সামাদ বলেন, দুইবার নদী ভাঙ্গনের কবলে পড়ে বাড়ী ঘর সহায় সম্পত্তি সবই হারিয়েছি।  এবারও যদি বালু উত্তোলনের ফলে আমাদের বসত ভিটা নদী গর্ভে চলে যায়। তাহলে আর মাথাগোঁজার ঠাই মিলবে না। এই বয়সে আর গড়তেও পারবো না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চরদিগলদী ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাকিম, ওয়ার্ড যুবলীগের সভাপতি আশ্রাফুল আলম, জিৎরামপুর ইউপি সদস্য আলী হোসেন, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সমাজ সেবক আতাউর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads