নব্য জেএমবি’র আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখের চরে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাত ১০টা থেকে পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।
মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি বাড়ি ও সদর উপজেলার শেখেরচরের দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কে অপর আরেকটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) থান্ডার খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, মাধবদী ও শেখেরচরে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত করা হয়। পরে রাত ১০টার পর দুটি বাড়িই আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে। তিনি বলেন, মাধবদীর ভবনটির ৭ম তলায় অন্তত দুই জন নারী ও একজন পুরুষ অবস্থান করছে বলে আমাদের ধারণা।
এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে প্রচুর লোকজন শেখেরচর এলাকার বাড়িটির আশপাশে ভিড় করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে মাইকিং করছেন। পাঁচতলা বাড়িটির ছাদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।