নরসিংদীর বেলাবোর বারৈচায় কার্ভাড ভ্যানের চাপায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে । আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি (১৩) বেলাবো হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।সে হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানায়, নিহত রাব্বি সাইকেল নিয়ে বাড়ি থেকে তার বাবার দোকানে যাচ্ছিল। ওই সময় মহাসড়ক পারাপারের সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় রাব্বি।
তিনি বলেন, স্কুল ছাত্রকে চাপা দিয়ে ঘাতক কাভার্ড ভ্যান পালানোর সময় ভ্যানসহ চালক শহিদ মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।





