নরসিংদীতে ইজিবাইক ও মিশুক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে ইজিবাইক ও মিশুক ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জুলাই, ২০১৯

নরসিংদীতে ইজিবাইক ও মিশুক ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত তিনদিন ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি ও ছিনতাই করা দুইটি ইজিবাইক ও তিনটি মিশুক উদ্ধার করা হয়।

আজ রোববার বিকালে সাংবাদিকদের এসব তথ্য জানান নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালি জেলার সবুজ মিয়া (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৩), বরিশাল জেলার শাহ আলী (৪৮), কুমিল্লা জেলার শাওন (২৪), বাগেরহাট জেলার সিরাজ মিয়া (৩৬), ঢাকা জেলার আরিফ (২৪) ও নরসিংদী জেলার  বুলবুল (২৮) এবং তপন মিয়া (২৩)।

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানায়, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা এ চক্রটি নরসিংদীসহ আশপাশের জেলায় চালকদের জিম্মি, অজ্ঞান করাসহ অন্য কৌশলে ইজিবাইক ও মিশুক চুরি ও ছিনতাই করে আসছে। পরে ছিনতাই করা এসব ইজিবাইক কমদামে বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। কখনও কখনও এসব ঘটনায় ইজিবাইক বা মিশুক চালককে হত্যাও করে থাকে।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিন ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রোববার বিকালে নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads