সারা দেশ

নবী (সা:) এর ব্যঙ্গচিত্র : মুন্সীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের মানববন্ধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০২০

মহানবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শণ করায়, মুন্সীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ শাখা জমিয়তে উলামায়ে ইসলাম এর আয়োজনে ধর্মপ্রাণ মুসলমানরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হযরত মাওলানা বশীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দিন আল হুসাইনী।

এ সময় জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার যুগ্ন সম্পাদক হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী, কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি আফজাল হুসাইন রহমানী, শ্রীনগর থানা শাখার সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ, মুন্সীগঞ্জ জেলা যুব জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মো. আসাদুজ্জামানসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ফ্রান্স যে ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রদর্শণ করেছে, তা অনতিবিলম্বে সরিয়ে বিশ্বের মুসলমানদের কাছে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। কারণ বিশ্বের প্রায় দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। প্রত্যেক মুমিন মুসলমান নবী মুহাম্মদ (সা:) কে জান-মাল, পিতা-মাতা-সন্তান থেকে বেশি ভালোবাসে।

এ সময় বক্তারা আরো বলেন, আমাদের সরকারের প্রতি অনুরোধ যেহেতু এ দেশে সংখ্যা গরিষ্ট মুসলমান তাই রাস্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের রাস্ট্রদূতকে প্রত্যাহার করা হউক। তাছাড়া প্রতিটি মুসলমানদের ফ্রান্সের পন্য বর্জন করার আহবান জানানো হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads