ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন আজ বুধবার সকালে দৌলতপুর গ্রামের ভুমিহীন কৃষক তারু মিয়ার ৪৫ শতক জমির ইরি বরো ধান কাটলেন।
বুধবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বিটঘর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ভুমিহীন কৃষক তারু মিয়ার ৪৫ শতক জমি ধান কাটছেন ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন ও টিয়ারা আশার আলো যুব সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে ধান কাটছেন। করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক না আসার কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ার কারনে এই উদ্যোগটি নিয়েছেন ইউপি চেয়ারম্যান। টিয়ারা গ্রামের প্রায় ৩০০ শতাধিক ভূমিহীনদের জমি বিনামূল্যে কেটে দেওয়ার নির্দেশও দেন তিনি।
ভমিহীন কৃষক তারু মিয়া বলেন, আমার ৪৫ শতক জমি ছাড়া আর কোন জমি নেই। চেয়ারম্যান মহোদয় সহযোগিতায় আমরা আমার জমিটা কাটা হলো। চেয়ারম্যান মহোদয় যদি আমার জমিতে না আসতেন তবে ধান জমিতে থাকতো।
ইউপি চেয়ারম্যান হাজী আবুল হোসেন বলেন, আমি টিয়ারা ও দৌলতপুর গ্রামের ৩০০ শতাধিক ভুমিহীন পরিবারের ধান বিনামূল্যে কাটার জন্য টিয়ারা গ্রাম উন্নায়ন কমিটিকে আহবান জানিয়েছি তারা আমার সাথে মত পোষণ করেছে। ভুমিহীনদের কোন জমি মাঠে থাকবে না।





