আলোচনার মাধ্যমে শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজপেপার অওনার এসোসিয়েশনের (সম্পাদক) সঙ্গে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
তিনি আরো বলেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনার কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমরা কমিটিতে যারা আছি, তারা বিষয়টিকে অধিক গুরুত্ব দিচ্ছি তার প্রমাণ হচ্ছে শনিবার বন্ধের দিন আমরা মন্ত্রীরা এটা নিয়ে বসে মিটিং করলাম। এমনকি আমরা ধন্যবাদ জানাই নোয়াবের (সংবাদপত্র সম্পাদকদের সংগঠন) নেতাদেরও, কারণ শর্ট নোটিশে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা।
মন্ত্রী বলেন, বৈঠকে উপস্থিত সংবাদপত্র সম্পাদকরা আমাদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তারা তাদের মনের কথা ব্যক্ত করেছেন। তথ্যমন্ত্রী এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আবারও আমরা কথা বলব। তবে আজ কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আশা করছি, আলোচনার মাধ্যমে ভালো একটা সমাধান হবে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সম্প্রচার নীতিমালার আলোকে অনলাইন পোর্টালগুলোকে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হবে। যে পোর্টালগুলো মিথ্যা সংবাদ প্রচার করে থাকে তারা এমনি দমন হয়ে যাবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকদের সঙ্গে আমরা আলোচনা করবো। আলাপ আলোচনার মধ্যে দিয়ে দ্রুতই নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করবো। শেখ হাসিনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।





