পি২০ সিরিজের পর পি৩০ সিরিজ নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে নতুন এ সিরিজের ঘোষণা দেওয়া হতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে এখন জানা গেল এ মাসে সিরিজটির ঘোষণা দিচ্ছে না হুয়াওয়ে। এর পরিবর্তে আগামী মাসে এ ঘোষণা দেওয়া হতে পারে।
আগামী মাসে প্যারিসে এক অনুষ্ঠানের মাধ্যমে পি৩০ ও পি৩০ প্রো নামের দুটি ফোন উন্মোচন করা হবে। এর পাশাপাশি পোল্যান্ডে আরো ১০০ কর্মী নিয়োগের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি এক প্রতিবেদনে জানিয়েছে, পি৩০ প্রো’তে থাকবে ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে। এতে থাকবে চারটি রিয়ার ক্যামেরা। ফোনটির পেছনের বডি হবে প্লাস্টিকের। ডিসপ্লেতে থাকা নচটি দেখতে হবে অর্ধ বৃত্তাকার।
পি৩০ ফোনে থাকবে ৬ দশমিক ১ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। ব্যবহার করা হতে পারে তিনটি রিয়ার ক্যামেরা।
প্রসেসর হিসেবে দুটি ফোনেই ব্যবহার করা হবে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮০। ফোন দুটির র্যাম হবে ১২ জিবি এবং স্টোরেজ স্পেস হবে ৫১২ জিবির। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হতে পারে ফোন দুটিতে।
চলতি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে নতুন ভাঁজ করা স্মার্টফোনের ঘোষণা দিতে পারে হুয়াওয়ে। ফাইভজি প্রযুক্তির পাশাপাশি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার থাকবে এ ফোনটিতে।