নতুন সেবা আনছে গুগল

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

নতুন সেবা আনছে গুগল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

স্টোরেজ এনক্রিপশন সুবিধা দিতে অ্যাডিয়ান্টাম নামের নতুন একটি সেবা চালু করছে গুগল। নতুন এই এনক্রিপশন সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস এনক্রিপ্টেড করা যাবে। ডাটা এনক্রিপ্টেড করা থাকলে অ্যাকাউন্টে অবৈধ অনুপ্রবেশকারীরা সঠিক তথ্য দেখতে পায় না। বিভিন্ন কোড দিয়ে আসল ডাটা ঢেকে রাখা হয়। এই কোড খোলা চোখে কোনো মানুষের পক্ষে ডিক্রিপ্ট করা সম্ভব হয় না। তাই ডাটা সুরক্ষিত থাকে।

স্বল্পদামি হার্ডওয়্যার ডিভাইসে প্রচলিত এইএস এনক্রিপশন কাজ করে না। অ্যাডিয়ান্টাম প্রযুক্তি আসলে অ্যান্ড্রয়েড গো চালিত ডিভাইসগুলোও এইএস এনক্রিপশন ব্যবস্থার চেয়ে ৫ গুণ দ্রুত কাজ করবে। তবে নতুন এই প্রযুক্তি মিড রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ডিভাইসে একই গতিতে কাজ করবে না। যেসব হার্ডওয়্যার এইএস স্ট্যান্ডার্ডের এনক্রিপশন সাপোর্ট করে সেগুলোতে অ্যাডিয়ান্টাম কোনো বাড়তি সুবিধা দেবে না। শুধু যেসব লো এন্ডের ফোনের প্রসেসর এআরএম কর্টেক্স-এ৭ দিয়ে তৈরি সেগুলোতে কাজে দেবে অ্যাডিয়ান্টাম প্রযুক্তি।

আগামী মে মাসে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিউয়ের সঙ্গে ঘোষণা আসতে পারে অ্যাডিয়ান্টামের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads