সিঙ্গাপুর ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান গোল্ডেন গেট ভেঞ্চারের কাছ থেকে দেড় কোটি ডলারের বিনিয়োগ প্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং ও অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি জানান, ব্যবসার সম্প্রসারণের জন্য এ বিনিয়োগ ব্যবহার করা হবে। অনলাইন টিকেটিং এবং রাইড শেয়ারিং ছাড়াও কুরিয়ারসহ বিভিন্ন সেবা চালু করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া দেশের মধ্যে অন্য শহরে রাইড শেয়ারিং কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনার বিষয়েও জানিয়েছেন মালিহা। শিগগিরই প্রতিষ্ঠানটি যাত্রী এবং চালক উভয়ের জন্যই বীমা সুবিধা চালু করবে বলেও জানান তিনি।
সম্প্রতি প্রতিষ্ঠানটি কার রাইড শেয়ারিং সেবা চালু করেছে। তবে বাইক রাইড শেয়ারিংয়েই প্রতিষ্ঠানটি প্রাধান্য দেবে বলে জানিয়েছেন মালিহা।
বিভিন্ন সেবা এক অ্যাপে প্রাপ্তির সুযোগ করে দিতে একটি সুপার অ্যাপ তৈরিতে সহজ কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে কার্যক্রম সম্প্রসারণ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশেই এখনো কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই এ মুহূর্তে বিদেশে কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোল্ডেন গেট ভেঞ্চারের দুই অংশীদার জেফ্রি পাইন এবং জাস্টিন কর্নেলিয়াস হল।
এক প্রশ্নের জবাবে পাইন জানান, বাংলাদেশে বিশেষ করে তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এখানে বিভিন্ন কনজ্যুমার সার্ভিসের ডিজিটাইজেশন হচ্ছে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়ছে যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
এ বিনিয়োগের কারণে সহজের পরিচালনা পর্ষদে থাকবে গোল্ডেন গেট ভেঞ্চার। তবে প্রতিষ্ঠানটির সহজের কী পরিমাণ শোর পাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তারা।
দৈনন্দিন যাতায়াতে রাজধানী ঢাকার যানজট থেকে মুক্তি পেতে গ্রাহকদের জন্য অ্যাপের মাধ্যমে গাড়ি ও মোটরবাইক বুকিং রাইড শেয়ারিংয়ের সেবা দিচ্ছে সহজ। পাশাপাশি দূরপাল্লার বাস, ফেরির টিকেট থেকে শুরু করে সিনেমার টিকেটও বুকিং দেওয়া যাচ্ছে সহজের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে।
উল্লেখ্য, অনলাইনে বাসের টিকেট কেনার সুবিধা নিয়ে ২০১৪ সালে কার্যক্রম শুরু করেছিল সহজ। এ বছরের জানুয়ারিতে এতে যুক্ত করা হয় বাইক রাইড শেয়ারিং সার্ভিস।