শোবিজ

নতুন বিজ্ঞাপনে আফ্রি সেলিনা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০২০

আফ্রি সেলিনা, এ প্রজন্মের মডেলদের মধ্যে আলোচিত একজন। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি নাটকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এ সময়ে যেন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। যে কারণে প্রতিনিয়ত এখন তাকে বিজ্ঞাপনেই মডেল হিসেবে বেশি দেখা যাচ্ছে। তানবীম আশরাফের নির্দেশনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ইস্পাত এবং মাসুদের নির্দেশনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্রেভারের বিজ্ঞাপন এখন নিয়মিত প্রচার হচ্ছে। টিভিতে এবং অনলাইনে প্রচারিত নিয়মিত এই বিজ্ঞাপনগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

এরই মধ্যে গত ৬ মার্চ নারী দিবসের এক দিন আগে তিনি নতুন আরেকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মিস্টার ন্যুডলসের বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটি এখনো প্রচারে আসেনি। তবে আফ্রি সেলিনা জানান শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে নারী দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হয়েছে অলক হাসানের নির্দেশনা নির্মিত নাটক ‘মিসটেক’। এতে আফ্রি সেলিনার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

বিজ্ঞাপন ও নাটকে কাজ করা প্রসঙ্গে আফ্রি সেলিনা বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করছি খুব বেছে বেছে। তবে যতগুলো বিজ্ঞাপনেই কাজ করছি প্রত্যেকটির জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। আমি কৃতজ্ঞ যারা আমাকে দিয়ে নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করছেন। কারণ বিজ্ঞাপনে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য পাই। অনেক বেশি সাড়া পাওয়া যায় বিজ্ঞাপনে কাজ করলে। তবে অভিনয় আমার ভালো লাগা, ভালোবাসা। অভিনয় নিজের ভেতর লালন করি। ভালো চরিত্র পেলে নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করি। মিসটেক নাটকে যথেষ্ট মনোযোগ দিয়ে অভিনয় করেছি। দর্শকের কাছে থেকে খুব সাড়া পেয়েছি।’

এদিকে চলতি মাসেই আফ্রি সেলিনা অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’ সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। তবে দেশে বর্তমানে করোনার যে প্রভাব পড়েছে তাতে আদৌ ‘নীল ফড়িং’ সিনেমাটি মুক্তি পাবে কিনা সন্দেহ রয়েছে! এরই মধ্যে আফ্রি সেলিনা সানজিদ খানের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘আলো ছায়ার কাব্য’তে কাজ শুরু করেছেন। নতুন সংগীতশিল্পী শাফিন খানের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও কাজ করেছেন আফ্রি সেলিনা। ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদারের ‘ভালোবাসি ভালোবাসি’ গানে ও আসিফ আকবরের ‘আগুন, মিনারের ‘ঘুড়ি’ গানে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads