নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় কবি নজরুল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কবির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ১৩ শিক্ষার্থীকে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, বঙ্গীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকতাগণ।





