বেশ কিছু নেতার ওপর বিদেশ যাওয়ার ব্যাপারে নজরদারি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদের মধ্যে আওয়ামী লীগ নেতার সংখ্যাই বেশি বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না এমন হুশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি।
এ সময় তিনি আরো বলেন, ক্যাসিনো পরিচালনা আইনি কাঠামোতে আনা হবে নাকি পুরোপুরি বন্ধ রাখা হবে, এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই।
‘ক্যাসিনো নিয়ে কোনো নীতিমালা হচ্ছে বা হবে কি না’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের বা সরকারের উচ্চপর্যায়েও কোনো আলাপ-আলোচনা এখনও পর্যন্ত হয়নি।
বৈঠকে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না। তাদের নতুন প্রপোজালে আমরা সাড়া দিচ্ছি। বাংলাদেশের সঙ্গে তারা কাজ করবে।
ওবায়দুল কাদের বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দল এসেছিল। তারা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে জানতে চেয়েছে, কিভাবে আমরা প্ল্যান করছি। আমাদের অরিয়েন্টেশন প্রোগ্রামে তারা সহযোগিতা করবেন। তারা দলীয় কাউন্সিলে নারী প্রতিনিধিত্ব আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছে। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে বলে জানিয়েছি।