নকলা(শেরপুর)প্রতিনিধি
বজ্রপাত প্রতিরোধ ও রাস্তা ভাঙ্গন রোধে দেশীয় উন্নত জাতের পাঁচ হাজার তালের বীজ রোপন করার কর্মসূচি নিয়েছে শেরপুরের নকলা অসহায় সহায়তা সংস্থা ও ছায়াবীথি সংঘ। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের নকলা পৌরসভার গড়েরগাও এলাকায় সড়কের দুপাশে এ তালের বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।
এসময় জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, এসএপিপিও আতিকুর রহমান, নকলা অসহায় সহায়তা সংস্থা’র সভাপতি শামিম আহমেদ, ছায়া বীথী সংঘের আহব্বায়ক জয়ন্ত কুমার দেব এ্যাপোলো প্রমুখ উপস্থিত ছিলেন।