নওগাঁয় স্কুল ছাত্রের আত্মহত্যা

নওগাঁ ম্যাপ

সারা দেশ

নওগাঁয় স্কুল ছাত্রের আত্মহত্যা

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জুলাই, ২০১৯

মা-বাবার উপর অভিমান করে ৯ম শ্রেনীতে পড়ূয়া স্কুল ছাত্র রুহুল আমিন (১৩) বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সে নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ওঝাওঝি পাড়া গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকাম্মেল হোসেন বলেন, নিহত রুহুল আমিনের বাবা সৌদি প্রবাসী শহিদুল ইসলাম ও মায়ের মধ্যে পারিবারিক সম্পকের্র অবনতি হলে মা নানার বাড়ীতে অবস্থান নেয়। এতে করে পুত্র মানষিকভাবে ভেঙ্গে পরে এবং রোববার সন্ধ্যায় মা-বাবার উপর অভিমান করে বিষের ট্যাবলেট খেয়ে ছটফট শুরু করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রুহুল আমিনের চাচা রশিদুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই রাণীনগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করলে পুলিশ লাশ উর্দ্ধার করে সোমবার (৮জুলাই) ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম বলেন, রুহুল আমিনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads