মুক্তিযোদ্ধা কোঠা পুনঃ বহাল, সরকারী চাকুরীতে রাজাকার সন্তানদের নিয়োগ বাতিল ও রাজাকারদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ জেলার সকল মুক্তিযোদ্ধারা।
সোমবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালিত হয়।
মুক্তিযোদ্ধা সিরাজুল আনছারীর সভাপত্বিতে মানব বন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, যুদ্ধাকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা কোঠা পুনঃ বহাল, সরকারী চাকুরীতে রাজাকার সন্তানদের নিয়োগ বাতিল ও রাজাকারদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানান। তা না হলে আন্দোলনের মাধ্যমে গোটা দেশকে অচল করে দেয় হবে।