যোগাযোগ

নওগাঁয় ৩৭ কিলোমিটার মহাসড়কের উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০২২

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার নওহাটা- চৌমাসিয়া-রাজশাহী অংশের ৩৭ কিলোমিটার উন্নয়নকৃত মহা সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads