এম এ রাজ্জাক, নওগাঁ
নওগাঁর মান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮শ' ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ মাহফুজুর রহমান নয়ন (আনারস) প্রতীকে ২৪ হাজার ২শ' ২১ ভোট পেয়েছেন।
বুধবার (৫জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার সরকার (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪০ হাজার ৮শ' ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী (চশমা) প্রতীকে ১৪ হাজার ২শ' ৫১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি (পদ্মফুল) প্রতীকে ৩৩ হাজার ১শ' ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ফুটবল) প্রতীকে মাহবুবা সিদ্দিকা রুমা ২৩ হাজার ২শ' ৭৯ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, মান্দা উপজেলার ১১৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।