ঢাকার ধামরাইয়ে কালামপুর এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে শর্ট সার্কিটের আগুন লেগে ২২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (৩০ এপ্রিল) ভোর রাতে দিকে সেন্টু মিয়ার মালিকানাধীন উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে মোটরসাইকেলের গ্যারেজে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার ভোররাতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুন থেকে মোটর সাইকেলর পেট্রোলের সাথে আগুন লেগে জোরদার হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে ঘরের সব মাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ধামরাই ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এই বিষয়ে মোটরসাইকেল মালিক সেন্টু মিয়া বলেন, আমার গ্যারেজের মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে গ্যারেজের কোন শ্রমিকের বা পাশের দোকানের কোন ক্ষতি হয়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে যাই। ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে বিদ্যুতের শর্ট সার্টিকের থেকে আগুন লাগার ঘটনা ঘটে।