ধানের খড় শুকানোয় সড়ক যেন মৃত্যু ফাঁদ

পাবনার সাঁথিয়ায় বিভিন্ন সড়কে ধানের খড় শুকানো যেন মৃত্যুর ফাঁদ

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

ধানের খড় শুকানোয় সড়ক যেন মৃত্যু ফাঁদ

প্রতিদিনই ঘটছে কোন না কোন দুর্ঘটনা

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে, ২০১৯

পাবনার সাঁথিয়ার বিভিন্ন সড়কে ধানের খড় শুকানোর ফলে যানবাহন চলাচলে চরম সমস্যা হচ্ছে। প্রতিদিনই ঘটছে কোন না কোন দুর্ঘটনা।

জানা যায় , সাঁথিয়া- হুইখালী-২৪ মাইল সড়ক,সাঁথিয়া -গৌরিগ্রাম-চিনাখড়া-বনগ্রাম সড়ক, সাঁথিয়া-কালাইচাড়া সড়ক, ধুলাউড়ি-সাঁথিয়া সড়ক, এমনকি সাঁথিয়ার প্রবেশ পথের মুল রাস্তা মাধপুর-সাঁথিয়া-সিএন্ডবি সড়কের উপর ধান মাড়াই, ধানের খড় শুকানো, খড়ের গাদা তৈরি, ঘাস শুকানোর কারণে চলাচলের অনপোযোগী হয়ে পড়েছে। এতে ঘটছে নানাবিধ দুর্ঘটনা। বর্তমানে সাঁথিয়ার প্রবেশপথগুলোর মধ্যে সবচেয়ে করুণ অবস্থা সাঁথিয়া-হুইখালী-২৪ মাইল রাস্তার।

পথচারিরা জানান,নানারকম খানা-খন্দে ভরা এই রাস্তা। এই ভঙ্গুর রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা এমনিতেই বেশি। তার উপরে আছে বিভিন্ন জায়গায় ধানের খড় শুকানোর জন্য রাস্তার উপর বিছানো। রাস্তার উপর বিছানো প্রায় সকল উপাদান গুলোই একদিকে পিচ্ছিল অন্যদিকে রাস্তার খানা-খন্দগুলো এমনভাবে ঢেকে ফেলেছে এতে আসলে বুঝা যায় না যে, কোথায় খানা-খন্দ আছে, কতখানি গর্ত আছে বা কোন দিক দিয়ে কত গতিতে যেতে হবে।

এ বিষয়ে ডাঃ শুকুর রঞ্জন বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না । রাস্তায় সাধারণত সংসারের উপার্জনক্ষম ব্যক্তিই থাকেন। সে হোক ড্রাইভার বা যাত্রী, উভয়ের ঘাড়েই সংসারের বুঝা। তাই একজন উপার্জনক্ষম ব্যক্তিও যদি এই খড়ের কারণে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বা পঙ্গু হোন তাহলে সেই সংসারের দায়িত্ব নিবেন কে? তিনি উপজেলা প্রশাসনের নিকট এটি অপসারণের জোর দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, এলাকার যেসব সড়কে খড়ের কারণে চলাচলে বিঘœ হচ্ছে খুব তাড়াতাড়ি এ ব্যাপারে আমরা অভিযানে নামবো এবং জনগণকে নিরাপদ সড়ক উপহার দেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads