ধলেশ্বরী-ইছামতীর তীব্র ভাঙ্গনে হুমকির মুখে ঘিওরের বিভিন্ন স্থাপনা

ছবি: বাংলাদেশের খবর

প্রাকৃতিক দুর্যোগ

ধলেশ্বরী-ইছামতীর তীব্র ভাঙ্গনে হুমকির মুখে ঘিওরের বিভিন্ন স্থাপনা

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৬ সেপ্টেম্বর, ২০২২

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী এবং ইছামতী নদীর ভাঙনে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী গরুর হাট।

সরেজমিন দেখা গেছে, ইছামতির ভাঙনে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয় ও শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক বিলীন হয়ে গেছে। কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, বেপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম, কুস্তা কবরস্থানটি হুমকির মধ্যে রয়েছে। এছাড়া ধলেশ্বরী নদীর ভাঙনে শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া, ঘিওর নদীর উত্তর পাড়ের বাজার এবং ব্রিজসহ ১২-১৩ টি প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে। ঘিওর-মাইলাগী সড়কের পূর্বপাড়া গ্রামটি ধলেশ্বরী নদীর ভাঙনে হুমকির মধ্যে রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, যে কোনো মুহূর্তে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল বলেন, এখানকার ভাঙ্গাগড়ার বিষয়টি আজকের নতুন নয়। এখন যে নদীতে ভাঙ্গন শুরু হয়েছে এ নদী দিয়ে এ সময় লঞ্চ স্টিমার চলতো। কিন্তু কালের বিবর্তনে এ নদী সংকীর্ণ হয়েছে। এ নদী যে আবার তার পূর্বের রূপ ধারণ করবে না এরকম কোন নিশ্চয়তা নেই। তাই আমি প্রশাসনকে এখানকার ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনেকবার বলেছি। এখন আমরা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে আছি, দেখি তারা কি ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ভাঙন রোধকল্পে ব্যবস্থা নিতে জেলা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা যত তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করবেন ততই হাটের জন্য মঙ্গল।

মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম  জানান, ঘিওর হাট এলাকার ইছামতি এবং ধলেশ্বরী নদীর ভাঙ্গনের বিষয়ে আমরা অবগত আছি। বালু এবং দক্ষ শ্রমিক সংকটের কারণে ওখানে কাজ শুরু করতে একটু বিলম্ব হচ্ছে। কারণ আমি ইচ্ছা করলেই ওই নদী বালু উত্তোলন করতে পারবো না এবং সাধারণ শ্রমিক দিয়ে জিও ব্যাগের কাজ করানো যাবে না। এ সকল শ্রমিকদের সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চল হতে সংগ্রহ করতে হয়। আশা করছি, ৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে আমরা ওখানে ভাঙ্গনরোধে কাজ শুরু করতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads