ধর্ষণ ও হত্যার পর লাশ পুড়িয়ে দেন খালু

শিশু আখি

ছবি : সংগৃহীত

অপরাধ

ধর্ষণ ও হত্যার পর লাশ পুড়িয়ে দেন খালু

  • সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০১৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কিশোরী আখি আক্তারের নৃশংস হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই লোমহর্ষক ঘটনার মূল হোতা কিশোরীর আপন খালু শাহাদাৎ হোসেন (৩৩) কে ঢাকার ধামরাই এর বাথুলী থেকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। শাহাদাৎ দৌলতপুর উপজেলার বড় শ্যামপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

গত ১৮ অক্টোবর আখিকে তার নানার বাড়ী সাটুরিয়া উপজেলার দিঘলীয়া পৌছে দেওয়ার কথা বলে কৌশলে দৌলতপুরের চরমিরপুর এলাকায় নিয়ে যায়। দুইদিন ঐ এলাকায় তার বাড়িতে অবস্থানের পর ২০ অক্টোবর রাতে আখিকে ধর্ষণ করে। এক পর্যায়ে আখিকে গলা টিপে হত্যার পর দেহটি পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়।

দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে অজ্ঞাত লাশ হিসেবে মর্গে প্রেরণ করে। পরবর্তীতে আখির মা লাশ সনাক্ত করে দাফন করে। গত মঙ্গলবার রাতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল হাই আসামী শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। গতকাল বুধবার শাহাদাত আদালতে হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে । মানিকগঞ্জ জেলা পুলিশের ডিআইও ১ মুহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হত্যাকান্ডের তথ্য জানা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads