ধর্মপাশায় বিজয় দিবস উদযাপিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধর্মপাশায় বিজয় দিবস উদযাপিত

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ধর্মপাশায় বিপুল উৎসাহ উদ্দীপনার ও পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ৪৭তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। শহীদদের স্মরণে ১২.১মিনিটে,সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের সূচনা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষথেকে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ও   উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আবু তালেব, স্থানীয় ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদসহ সব রাজনৈতিক,স্থানীয় প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ,আধা সরকারী,স্বায়ত্বশাসিত ও ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান/ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মপাশা জনতা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুঁচকাওয়াজ এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শরীর চর্চা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads