ধর্মপাশায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

প্রতীকী ছবি

সারা দেশ

ধর্মপাশায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমানের হস্তক্ষেপে আজ রোববার বিকেলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী আঁখি রাণি সরকার (১৬)।

আঁখি উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী গ্রামের শশাংক সরকারের মেয়ে। সে জয়শ্রী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, আজ রবিবার বিকেলে উপজেলার জয়শ্রী গ্রামের শশাংক সরকারের মেয়ে আঁখি রাণি সরকারের সাথে পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাসিন্দা অমৃত সরকারের ছেলে রতন বিশ্বাসের (২৮) বিয়ের আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই বাল্য বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন। পরে ওই ছাত্রীর বাবাসহ পরিবারের লোকজনদেরকে ডেকে এনে বাল্য বিয়ের কুফল সম্পর্কে তাদেরকে বুঝানো হয় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া হবে না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা রাখা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads