দেশব্যাপী পরিবহন ধর্মঘটের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। ভারতের আগরতলা থেকেও আমদানি পণ্য নিয়ে পণ্যবাহী ট্রাক আখাউড়া বন্দরে আসে।
আখাউড়া স্থলবন্দর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পরিবহন ধর্মঘটে এ স্থলবন্দরে কোনো প্রকার প্রভাব পড়েনি। সকাল থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত স্থলেবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। ওই পার থেকেও পণ্য নিয়ে ট্রাক প্রবেশ করেছে। পাশাপাশি যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল ও গম আমদানি শুরু হয়।
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ, পাথর, তুলা, ভোজ্য তেল ও ফলমূলসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। এসব পণ্য ত্রিপুরা থেকে সরবরাহ করা হয় আশপাশের রাজ্যগুলোতে।