টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে রোববার ঈদ সামগ্রী বিতরণ করেছে সময় ফাউন্ডেশন। বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ৫ কেজি চাউল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ প্যাকেট গুড়া দুধ।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ, আল-আমিন, সময় ফাউন্ডেশনের উপদেষ্টা জাহিদ হাসান সুমন, ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল, সংবাদ ও মানবাধিকার কর্মী মো. ইউনুস, হাফিজুর রহসান, নূর-নবী শেখ, সমাজ সেবক দুলাল সরকার, ফারহানা সুপ্তা, শাহনাজ পারভিন সেতু, শরীফ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা।
ঈদ সামগ্রী নিতে আসা মো. মুকুল হোসেন, আ. বারেক ও মোছাঃ স্বাপ্না বেগম জানান, আমরা খুবই অভাবে ছিলাম। ঈদের সামনে আমাদের যে ঈদ সামগ্রি পেয়ে আমাদের অনেক উপকার হলো।
এ ব্যাপারে সময় ফাউন্ডেশের উপদেষ্টা জাহিদ হাসান সুমন বলেন, সময় ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের কাজ হলো বিভিন্ন উন্নয়নমূলক ও দুস্থ্য পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করা। এরই ধারাবাহিতকায় আজ দুস্থ্য পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো।
কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান মাসুদ জানান, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে সময় ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষিমন্ত্রী সব সময় দুস্থ্য মানুষের পাশে আছেন ও থাকবেন।