তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আর্থিক লেনদেনের বৈধ সুবিধার্থে বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস "নগদ" এর শাখা ধনবাড়ীতে উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ধনবাড়ী পৌরশহরের কয়াপড়ায় এ ব্যাংকিং এর কার্যক্রম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বলিভদ্র ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন, উদ্যাক্তা মো. রিপন মিয়া, মে. রোকন আহমেদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নগদ এর সার্ভিস বাংলাদেশ পোস্ট অফিস (ডাক বিভাগে) চালু রয়েছে। এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।
অনুষ্ঠানের শেষে স্থানীয় ইমাম দোয়া পরিচালনা করেন।