গোয়ালন্দে ৫৬০ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে ঐ পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ। এ সময় ফেন্সিডিলগুলো পাচারের দায়ে দুই যুবককে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে নয়ন (২৬) ও আকন্দ বাড়িয়া গ্রামের হায়াত আলীর ছেলে স্বপন হোসেন (১৮)। তারা ফেন্সিডিলের চালানটি নিয়ে দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সন্ধ্যায় থানায় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে চানাচুর বোঝাই ওই পিকআপটি (নং ঝিনাইদহ ন-১১-০১২৬) আটক করা হয়। পরে তল্লাশি করে পিকআপের মধ্যে রাখা চানাচুরের প্যাকেটের নীচে বিশেষভাবে রাখা ওই ৫৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ফেন্সিডিলগুলো পাচারের দায়ে মাদক ব্যবসায়ী নয়ন ও পিকআপ চালক স্বপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পূর্বের আরো তিনটি মাদক মামলা রয়েছে।