দেশে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক এ তথ্য জানান।
তিনি আরো জানান, করোনা নিয়ে সন্দেহ হলে আইইডিসিআর এ যাওয়া যাবে না, সেখানে জানালে আইইডিসিআর নমুনা সংগ্রহ করবে।
এর আগে, গত ৮মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর জানায়, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে তিনজনই সুস্থ হয়েছেন।
এরপর গত শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দুজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
এদিকে, করোনাভাইরাসের কারণে ১৮ই মার্চ থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১৬ই মার্চ) সকালে, মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভাইরাসটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৫ হাজার ২৪৭ জন। চিকিৎসাধীন ৭৯ হাজার ৩২৬ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৫ হাজার ৯২১ জন।