চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গলে। আজ সোমবার সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো.বদরুল হোসেন বলেন, "সোমবার সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর তেতুলিয়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ পর্যন্ত এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি জানান,‘এর আগের দিন রোববার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি আর তেতুলিয়ায় ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।
এতে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।