দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস.এম.শাহজাদা।
আজ রোববার গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য এস.এম.শাহজাদা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ও মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে আওয়ামী লীগের আদর্শ মেনে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু কাশিনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. ইছা, উপজেলা চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান প্যাদা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার শাহ আলম, যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল গাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন শাহ্, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল ও উপজেলা প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু, উপজেলা যুবলীগের সদস্য মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়ন ১ টি পৌর সভা ওয়ার্ড, ইউনিয়ন সভাপতি সম্পাদক সহ মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতারা অংশ নেয়। এছারা ১২ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রবীন নেতারা অংশ নেয়।
গলাচিপা দশমিনা নির্বাচনী এলাকার ১১৩- পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম.শাহজাদা নির্বাচিত হওয়ার পরে এটাই ছিল তার প্রথম দলীয় বিশেষ বর্ধিত সভা। অনুষ্ঠানের আগে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।