বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলতে জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্ত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গতকাল বিকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, তোমাদের জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্ত থাকতে হবে। অভিভাকবদের তিনি বলেন, আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের জঙ্গিবাদ ও মাদকমুক্ত থাকার শিক্ষা দিতে হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে প্রেরণা জুগিয়েছে। বঙ্গবন্ধুর এ প্রেরণা শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। তখন প্রতিটি মানুষ একই সূত্রে গাঁথা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু আমাদের মাঝে স্বাধীনতার বীজ বপন করেছেন। তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু প্রগাঢ়ভাবে বাঙালি জাতিকে ভালোবাসতেন। তাদের নিয়ে চিন্তা করতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা অসমাপ্ত থেকে যাবে। তিনি বঙ্গবন্ধুকে জানতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, পুলিশ মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাদেশকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের সহধর্মিণী মিসেস সেলিনা খালেক।