দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : আ খ ম জাহাঙ্গীর হোসাইন

গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীর উপর আজ শনিবার ২৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়।

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : আ খ ম জাহাঙ্গীর হোসাইন

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে।  এতে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।  আর দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে।

আজ শনিবার পটুয়াখালী জেলার গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার রনগোপালদী-উলানিয়া নদীতে নির্মিত ২৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে সারা দেশে সেতু, কালভার্ট, গ্রামে পাকা রাস্তা, হাট বাজার উন্নয়নসহ ইউনিয়ন, উপজেলা ও জেলা সংযোগ সড়ক উন্নয়ন করেছে। দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বাংলার মানুষ চিরদিন স্মরণ করবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার সমর্থনে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা-দশমিনা উপজেলার আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, দুই উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  

সেতু উদ্বোধনের আগে বেলা ১১ টায় দশমিনার আলীপুরা বাজার সংলগ্ন সুতাবাড়িয়া নদীতে ৪২৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজে প্রধান অতিথি ও এলজিইডির প্রধান প্রকৌশলী ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: মতিউর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরিশাল এলজিইডি ফারুক আহমেদ, প্রকল্প পরিচালক আবু হাসেম, তত্ত্ববধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, নুর হোসেন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন জালাল আহমেদ, পটুয়াখালী সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হানিফ মিয়া, গলাচিপা উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার ও দশমিনা উপজেলা প্রকৌশলী রতন কৃষ্ণ চৌধুরী, গলাচিপা আ’লীগ এর সহ সভাপতি হাজী মজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো. শাহআলম। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads