টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার সকাল ১১ টায় উপজেলার এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের বাহরম মিয়ার ৪ বছরের ছেলে আদিল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। সেই সঙ্গে থানায় সাধারন ডায়েরীও করা হয়। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল বাড়ির পাশের ৩টি পুকুরে তল্লাশি চালায়। কিন্তু তারা কোনো লাশের সন্ধান পায়নি। পরে সোমবার বিকালে তল্লাশিকৃত পানাযুক্ত একটি পুকুরের মাঝখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।
পরিবারের দাবি অপহরণ করে কেউ হত্যা করে রাতের যেকোনো সময় লাশ পুকুরে ফেলে যেতে পারে। কেননা যে পুকুরে ডুবুরিরা তল্লাশি করেও কোনো লাশের সন্ধান পায়নি পরের দিন সেই পুকুরেই মিলল লাশ। বিষয়টি রহস্যজনক।
এ ব্যাপারে জানতে চাইলে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে সাইদুল হক ভূইয়া বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।