দু’দফায় নিয়োগ পাচ্ছেন দেড় সহস্রাধিক ম্যাজিস্ট্রেট

একাদশ সংসদ নির্বাচন

নির্বাচন

একাদশ সংসদ নির্বাচন

দু’দফায় নিয়োগ পাচ্ছেন দেড় সহস্রাধিক ম্যাজিস্ট্রেট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে নির্বাচনের মাঠে দু’দফায় দায়িত্ব পালন করবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা। নির্বাচন পূর্ব-অনিয়ম তদারকির জন্য তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এবং ভোটগ্রহণের আগে-পরে চারদিনের জন্য মাঠ প্রশাসনের এসব কর্মকর্তা নির্বাচনের মাঠে কাজ করবেন।

দু’দফায় নিয়োগ পেতে যাওয়া ৩০০ সংসদীয় আসনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭১৫ জন, বিচারিক ম্যাজিস্ট্রেট ৮৮৫ জন। মোট এক হাজার ৬০০ জন ম্যাজিস্ট্রেট থাকছেন মাঠে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এসব কর্মকর্তার মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে নিজ নিজ সংস্থায় পত্র দিয়েছে ইসি। শিগগিরই আনুষ্ঠানিকতা শেষ করে নির্বাচনের মাঠে দেখা যাবে এসব ম্যাজিস্ট্রেটকে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন পূর্ব-অনিয়ম লঙ্ঘন করলে তাদের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সাজা দেবেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা। আর নির্বাচনের প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী-সমর্থকরা আইন অমান্য করলে সেটি ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়লে তাৎক্ষণিক সাজাসহ অর্থেও জরিমানা করতে পারবেন। একইভাবে, ভোটের আগে-পরে যেসব ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে তারা ভোটের দিন কেন্দ্র দখল, জোরপূর্বক ক্ষমতার অপ্রয়োগ করার চেষ্টা করলে এসব তাদের জরিমানাসহ সাজা দিতে পারবেন। তিনি বলেন, নির্বাচনে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি এবং অশুভ তৎপরতা রোধে এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। কমিশন থেকে ইতোমধ্যে ম্যাজিস্ট্রেটদের নির্বাচনের বিধি-বিধান এবং দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads