টাঙ্গাইলের মির্জাপুরে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম পশ্চিমপাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। সে জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মোখলেছুর দেওয়ানের ছেলে গোলাম রাব্বি (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পাকুল্যা থেকে তিনজন যাত্রী নিয়ে বরাটির উদ্দেশে রওনা হয় নিহত রাব্বি। কিন্তু রাতে বাড়িতে ফিরে না গেলে তার পরিবারের স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। পরে সকালে ভাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ভাতগ্রাম পশ্চিমপাড়া (বরাটি টু আটঘড়ি রাস্তার পাশে) মরদেহ দেখতে পেয়ে পুলিশে জানায়। ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে, অটো বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতের বাবা সিএনজি চালক মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, আমার একটি মাত্রই ছেলে ছিলো। আমাদের কারো সাথে কোনো বিরোধ নেই। আমার ছেলেকে বছর খানেক আগে বিয়ে করাই। এতদিন বেকার ছিলো। ৮-১০দিন আগে একটি ভাড়া অটো চালানোর জন্য নেয়। কিন্তু কি থেকে কি হয়ে গেলো, কে বা কারা এই কান্ড ঘটালো কিছু বুঝে উঠতে পারতেছি না, আমি এর সুষ্ঠু বিচার চাই।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার পূর্বক সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। অটো বাইকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। মামলা প্রক্রিয়াধীন।