ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ চার জনকে দুর্নীতির মামলায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৮ নভেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন— ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিং এর ম্যানেজার এইচ এম তারেক আতিক। কারাদণ্ড ছাড়াও সাদেক হোসেন খোকাকে ২০ লাখ টাকা অর্থদণ্ড, বাকি তিন আসামিকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মো. রেজাউল করিম রেজা এ তথ্য জানান।
সাদেক হোসেন খোকা এ মামলার শুরু থেকে পলাতক। অন্য তিন আসামি জামিনে থাকলেও রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তাদের সবার বিরুদ্ধে সাজার পরোয়ানা ইস্যু করা হয়। জামিনে থাকা এই তিন জন আসামির আইনজীবী আকবর হোসেন এতথ্য জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরে ২০১২ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ২৯ নভেম্বর এ মামলায় আসামির বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠন করেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার বিভাগীয় শ্পেশাল জজ আদালতে বদলি করা হয়।





