দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় যুবক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় যুবক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় উপজেলা নবীন লীগ সভাপতি গ্যারেজ মালিক কাউসার তালুকদার (২০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

কাউসার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে।

এ ঘটনা জড়িত সন্দেহে দুর্গাপুর উপজেলার সাবেক জেলা বিএনপির সহসভাপতি ইমাম হোসেন আবু চাঁন, পরশ ও জুলহাস উদ্দিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণপাড়া মোড় এলাকায় প্রতিদিনের মতো নিজ গ্যারেজে বসে কাজ করছিলেন কাউসার।এ সময় কয়েকজন লোক মোটরসাইকেল মুখে গামছা বেঁধে এসে কাউসারকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে মারাত্মক আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে প্রেরণ করেন। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে উপজেলা আওয়ামী লীগ ও তার সমর্থকরা। আর দুর্গাপুর ব্যবসায়ী মহল দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিছেন। সকাল থেকে দুর্গাপুর সকল সড়কগুলোতে যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads