নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে উঠার সময় লড়ি উল্টে চালক আব্দুল্লাহ আপন (১৮) একজন নিহত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় উপজলার সদর ইউনিয়নের চরলেংঙ্গুড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত চালক একই ইউনিয়নের মধ্যম বাগান গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, ঢাকায় শ্রমিকের কাজ করা আব্দুল্লাহ গতকয়েক সপ্তাহ আগে বাড়ি ফিরে ভাই মারুফের লড়ি গাড়ি চালালো শিখা শুরু করে । কিছুটা চালানো শিখেই আজ বিকেলে গাড়ি নিয়ে উপজলার সদর ইউনিয়নের চরলেংঙ্গুড়া বালু ঘাট থেকে বালু ভরে সড়কে উঠার সময় হঠ্যাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে গাড়ি উল্টে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে। কিন্তু ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই আব্দুল্লাহ মারা যায়।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।