দুর্গাপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্গাপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তালুকদার, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শ.ম. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক হারুন পলাশ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ইউনিয়ন ও উপজেলা বিভিন্ন শাখার যুবলীগ কর্মীরা বর্ণাঢ্য বাদ্যযন্ত্রের সাথে সাথে মিছিল নিয়ে নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান মঞ্চে এসে জমা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads