‘খেলাধূলা থাকলে পরে, মাদক যাবে সমাজ ছেড়ে’ এই এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে এম এ কম্পিউটার প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুত্রুবার সকালে সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে কেক কাটার মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল শাহ্ শিবলী সাদিক।
এই সময় শাহ্ শিবলী সাদিক বলেন, খেলাধূলা মাঝে তরুনদের প্রতিযোগীতা মূলক মনোভাব সৃষ্টি হয়। এর ফলে তাদের মাঝে ভালো মন্দ বিবেচনার বুদ্ধিও তৈরি হয়। তাছাড়া মাদক থেকে এই তরুনদের বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই বেশি বেশি করে আমাদের খেলাধূলার আয়োজন করতে হবে।
উদ্বোধনী খেলায় মাঠে নামে সোমেশ্বরী একাদশ বনাম নব-দিগন্ত । টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় সোমেশ্বরী একাদশ। ব্যাটসম্যানদের দুরন্ত ব্যাটিংয়ে ১৬৬ রান সংগ্রহ করে সোমেশ্বরী একাদশ। ১৬৭ রানের টার্গেট দিয়ে মাঠে নামে নব-দিগন্ত । কিন্ত সোমেশ্বরী একাদশের বলারদের তোপে মুখে সুবিধা করতে পারেনি নব-দিগন্ত। মাত্র ৫৩ রানেই থেমে যায় রানের চাকা। সেই সাথে ১১৪ রানে জয় ছিনিয়ে নেয় সোমেশ্বরী একাদশ।