শোবিজ

দুরন্তে ‘কাবিল কোহকাফী’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০১৯

দুর্ঘটনায় মা-বাবা হারানো টুশি চাচা-চাচির সঙ্গে থাকতে এসেছে। নতুন বাড়িটা খুবই মনমরা এক জায়গা। এখানে আছে গোমরামুখো চাচা আর রাগী চাচি এবং ৭ বছরের ভিতু চাচাতো ভাই তপু। ঘটনাক্রমে একদিন বোতল থেকে ধোঁয়ার কুণ্ডুলী পাকিয়ে বেরিয়ে আসে বড় চুল-দাড়ি, জরিদার জামা-পাগড়ি পরা লম্বা মানুষ কাবিল কোহকাফী। যে হাজার বছর ধরে বোতলবন্দি ছিল। কাবিলকে দেখে টুশি, তপু প্রথমে ভয় পায় কিন্তু  একসময় তারা বন্ধু হয়ে যায়।

কাবিলকে টুশি আর তপু দেখতে পেলেও অন্যরা কেউ দেখতে পায় না। টুশি-তপুর জীবন পাল্টে যায়। তপুকে তার মা শাস্তি দিলে কাবিল কোহকাফী চাচিকে সাজা দেয়। যারা শিশুদের কষ্ট দেয় কাবিল তাদেরকেও সাজা দেয়।

একদিন কাবিল বন্দি হয় এবং টুশি-তপুর জীবন বিপন্ন হয়। তখন কাবিল কোহকাফী ভীষণ রেগে যায়। কাবিলের এই রাগ থামাতে হবে নইলে সে হয়তো পুরো পৃথিবীটাই ধ্বংস করে দেবে। টুশি-তপু কি পারবে কাবিলকে থামাতে?

মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নির্মিত ‘কাবিল কোহকাফী’র চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তাসমিয়াহ আফরিন মৌ। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীম, রাহিল এবং মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, মৌটুশি বিশ্বাস, আরফান আহমেদ, পরাণ জহীর, দিলরুবা হোসেন, তামিম মুক্তাদির, টুনটুনি সোবহান, ইকবাল হোসেন, বাবুল বোস, ইভান রিয়াজ, সঞ্জিবসহ অনেকে। নাটকটি পুনরায় দুরন্ত টিভিতে প্রচার করা হচ্ছে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads