দিন বদলেছে, চলছে চুলের ব্যবসাও

সংগৃহীত ছবি

কৃষি অর্থনীতি

দিন বদলেছে, চলছে চুলের ব্যবসাও

  • প্রকাশিত ১৪ এপ্রিল, ২০২১

গ্রামীণ অর্থনীতিতে অপ্রচলিত পণ্যের তালিকাটি দিনদিন বড় হচ্ছে। সাম্প্র্রতিক হিসাবে বাংলাদেশের মোট রপ্তানিতে অপ্রচলিত দ্রব্যের অবদান শতকরা ৮০ ভাগের বেশি। একদম অপরিচিত পণ্যও রয়েছে এ তালিকায়। কোনো কোনো পণ্যের রপ্তানির পরিমাণ খুব বেশি নয়, কোনো কোনো পণ্যের রপ্তানির পরিমাণ আবার বেশ ভালোই। কিছু পণ্য আছে বিশ্ববাজার খুব বড় নয়, আবার কিছু আছে অনেক বড় বাজার, তুলনায় বাংলাদেশ রপ্তানি করছে সামান্যই। কমবেশি যা-ই হোক না কেন, দিন যাচ্ছে আর রপ্তানির ঝুড়িটি বড় হচ্ছে বাংলাদেশের। এতে কর্মসংস্থান যেমন বাড়ছে, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রাও। প্রতিবেশী দেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, আফ্রিকার দেশগুলোতেও যাচ্ছে বাংলাদেশের অপ্রচলিত পণ্য।

রপ্তানি আয়ের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, অপ্রচলিত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান। দিন বদলেছে। চলছে চুলেরও ব্যবসা। কেটে ফেলা চুল এখন দেশের বাজারে বেচাকেনা হচ্ছে, রপ্তানি হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নারীরা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর যে চুল পড়ে, তা ফেলে না দিয়ে গুছিয়ে রাখেন বিক্রির জন্য। গ্রামের ফেরিওয়ালারা মাসে একবার সেই চুল কিনে নিয়ে যান। চুলের বিনিময়ে চুড়ি, শাড়ি, হাঁড়ি-পাতিলও বদল হয়।

ড. মোহাম্মদ আবদুল মজিদ  সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads