দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগের নিরঙ্কুশ জয়

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নুরুজ্জামান জাহানী ও সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন

সংগৃহীত ছবি

সারা দেশ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগের নিরঙ্কুশ জয়

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৭ এপ্রিল, ২০১৯

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছেন। ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক ও কোষাধ্যসহ ১৩টি পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু মাত্র দুইটি নির্বাহী সদস্য পদে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হাসনে ইমাম নয়ন। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মত আধিপত্য বজায় রাখলো আওয়ামী লীগ। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. নুরুজ্জামান জাহানী ৩০৬ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট মো. একরামুল আমিন পেয়েছেন ১৯২ ভোট। সহ-সভাপতি দুইটি পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট নাসিমা আখতার রিমি ৩৪৩ ভোট ও আওয়ামী লীগের অ্যাডভোকেট নুরুল ইসলাম ৪২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads