দিনাজপুরের ঘোড়াঘাটের চাঞ্চল্যকর শিশু পর্শ সাহা ওরফে পরশ (৪) হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। মামলার অপর ৪ আসামীকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফউদ্দীন আহমেদ এই রায় ঘোষণা করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত ৫ আসামী হলেন ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের মোঃ এহিয়া হোসেনের ২ পুত্র মোঃ জিল্লুর রহমান (২০) ও মোঃ জুয়েল ইসলাম (২৭), মোঃ কামাল উদ্দীন (৪৮) ও তার ছেলে মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন (২২) এবং ওয়াজেদ আলীর ছেলে মোঃ ফেরদৌস আলী।
মামলা থেকে খালাসপ্রাপ্ত ৪জন হলেন ঘোড়াঘাট উপজেলার বলদিয়াপাড়ার মৃত মাহাতাব উদ্দীনের ছেলে মোঃ তারা মিয়া (৪৫), কাদিমনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের কন্যা মোছাঃ অন্তরা (১৯), ফেরদৌস আলীর স্ত্রী নুর বানু (৪৫), মোঃ এহিয়া হোসেনের স্ত্রী শেফালী বেগম (৪৮)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ নভেম্বর বিকেলে ঘোড়াঘাট কাদিমনগর মন্দিরের সামনে থেকে ওই গ্রামের কেশব রায় সাহার পুত্র শিশু পর্শ সাহা ওরফে পরশ (৪)কে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপন ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা তাকে গলা টিপে হত্যা ও একটি চোখ উঠিয়ে নেয়। পরদিন ১১ নভেম্বর সকালে শিশু পরশের লাশ ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানের পাশে লালবাবুর আম বাগান থেকে উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানায় নিহত শিশুর পিতা কেশব সাহা বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে অপহরন ও হত্যা মামলা দায়ের করেছেন।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিসি) মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামী পক্ষে পরিচালনা করেন এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম।