দিনাজপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সংগৃহীত ছবি

সারা দেশ

দিনাজপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুন, ২০২১

দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯৩ জনে। একই সময়ে নতুন আরো আটজনসহ এ পর্যন্ত ৫৪৯৪ সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১২৯ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৫৮৯৩ জনের মধ্যে ৫৪৯৪ জন সুস্থ ও ১২৯ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে ২৭০ জন।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এপর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৮৯৩ জনে। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে সদর উপজেলাতেই ২৭ জন। এছাড়া বীরগঞ্জে দুইজন, চিরিরবন্দরে একজন, ফুলবাড়ীতে দুইজন, হাকিমপুরে একজন, খানসামায় একজন ও পার্বতীপুর উপজেলায় একজন।

সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৬২ টিসহ এ পর্যন্ত ৪৩৭৭২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ১৪০টিসহ এ পর্যন্ত ৪০৮৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৫ জনসহ ৩৩৯৭২ জন কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং ৬৭ জনসহ ৩৩৬৬৬ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২৩৩ জন ও হাসপাতালে ৩৭ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads