ই-কমার্স কোম্পানি দারাজ ১১ নভেম্বর আয়োজন করতে যাচ্ছে ‘ইলেভেন ইলেভেন সেল ডে’ নামক বিশেষ ক্যাম্পেইন। এক দিনের এ ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন পণ্যে ৮৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ১১ টাকা ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ব্র্যান্ড ভাউচার প্রভৃতি।
এ ক্যাম্পেইনের বিষয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, এবারের ক্যাম্পেইনটি বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে একটি অভিনব দৃষ্টান্ত স্থাপন করবে। ১১.১১ ক্যাম্পেইনটি শুধু ডিল এবং ছাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সমগ্র ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে আনবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পার্সোনালাইজেশন, বিনোদন, আকর্ষণীয় ডিল, সুরক্ষিত পেমেন্ট সমাধান এবং চার লাখেরও বেশি একটি পণ্যভান্ডার। বিজ্ঞপ্তি