দাগনভূঞায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

দাগনভূঞায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ এপ্রিল, ২০১৯

দাগনভূঞায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই জহির উদ্দিন (৪৮)চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৩ এপ্রিল বুধবার ঢাকায় মৃত্যুবরন করেছেন। নিহত জহির উদ্দিন (৪৮) উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামের মৃত নুরুল হকের ৩য় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সাপুয়া স্কুল সংলগ্ন ফারুকের চায়ের দোকানে নাস্তা করতে যায় একই গ্রামের মৃত নুরুল হকের ৩য় ছেলে জহির। এ সময় পারিবারিক বিরোধের জের ধরে তাকে লাঠি দিয়ে অতর্কিত ভাবে আঘাত করতে থাকে তারই ছোট ভাই নিজাম উদ্দিন (৪৫)। ছোট ভাইয়ের লাঠি পেটার এক পর্যায়ে ওই দোকানে রান্নার কাজে চুলায় বসানো গরম তেলের উপর পড়ে যায় সে। পরে সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় মারাত্মক আহত জহিরকে উদ্ধার করে পাঠিয়ে দেয়া হয় ঢাকার বার্ন ইউনিটে।

গতকাল বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তার। নিহত জহির এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। জহিরের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাইয়ের ছেলে এমরান হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads