দলে কোনো বিভাজন মেনে নেওয়া হবে না: শিল্পমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দলে কোনো বিভাজন মেনে নেওয়া হবে না: শিল্পমন্ত্রী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন,দলের মধ্যে কোনো বিভাজন মেনে নেওয়া হবে না। ব্যক্তিগত স্বার্থে একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি করলে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর এ গ্রুপিং এর কারণে উন্নয়নে বাধাগ্রস্ত হলে কাউকে ক্ষমা করা হবে না।

আজ শুক্রবার দুপুরে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর পশ্চিমপাড়া গ্রামে প্রত্নত্বত্ত্ব সংগ্রাহক হানিফ পাঠানের বাড়ির কাছে “গঙ্গাঋদ্ধি জাদুঘর” নামে একটি জাদুঘরের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, উয়ারী বটেশ্বর এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের ধারক। এর মাধ্যমে প্রমাণ হয় এই অঞ্চল বহু বছর আগে থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য সমৃদ্ধ ছিল। সেই উজ্জল ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে গঙ্গাঋদ্ধি জাদুঘর। এ থেকে ব্যবসা বাণিজ্য ও শিল্পে উৎসাহিত হবে ভবিষ্যত প্রজন্ম। বাস্তবায়িত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। যা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা ডেল্টা প্লান হাতে নিয়েছেন।

হলি আর্টিজান হামলা প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে উগ্রবাদীরা দেশে বিশৃংখ্লা করে। আতঙ্ক সৃষ্টি করে। হলি আর্টিজানের হামলা এরই প্রমাণ। আর যারা তাই দেশের উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করবে তারাই দেশের শত্রু। তাই প্রশাসনকে তাদের প্রতি নজর রাখতে হবে।

আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী ৩ আসনের সাংসদ জহিরুল হক ভূঞা মোহন, ঐতিহ্য অন্বেণের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান ড. নূহ-উল-আলম লেলিন, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস,জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নরসিংদী জেলা পরিষদ প্রায় ৭ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করতে যাচ্ছে গঙ্গাঋদ্ধি নামের এই জাদুঘরটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads