দর্শক শূন্য 'জি সিনে অ্যাওয়ার্ডস!

ছবি : সংগৃহীত

বলিউড

দর্শক শূন্য 'জি সিনে অ্যাওয়ার্ডস!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২০

দর্শক প্রায় নেই বললেই চলে। একপ্রকার গ্যালারি শূন্য অবস্থাতেই অনুষ্ঠিত হল জি সিনে অ্যাওয়ার্ডস ২০২০। যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সেকারণেই সাধারণ দর্শকের অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রত্যেক বছর জি সিনে অ্যাওয়ার্ড দেখতে হাজির হন বহু মানুষ। ঘটা করে রেড কার্পেটের আয়োজন করা হয়। তবে এবার প্রায় দর্শকশূন্য গ্যালারির সামনেই পারফর্ম করলেন তারকারা। নিলেন পুরস্কারও।

এবারও জি সিনে অ্যাওয়ার্ড-এ বাজিমাত করেন রণবীর সিং। সেরা অভিনেতা, সেরা গায়ক, সেরা অনস্ক্রিন জুটির পুরস্কার জিতে নেন রণবীর।

তবে একসঙ্গে এতগুলো পুরস্কার জিতে নেওয়ার বিষয়টাকে সোশ্যাল মিডিয়ায় আশীর্বাদ বলেই উল্লেখ করেছেন রণবীর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads